মুজিবুল্লাহ আহাদ রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মহামারি করোনা ভাইরাস ২য় দফা টাকাতে ও ভয়াবহ রুপ নেওয়া আগে মানুষ সচেতন করা জন্য বুুুধবার সকালে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা ও উপস্থিতিতে রাঙ্গুনিয়া বিভিন্ন এলাকা অর্থাৎ মরিয়ম নগর চৌমুহনী গোডাউন সরফভাটা ক্ষেত্রবাজার গোচরা চৌমুহনী ও শান্তির হাট এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট দল ও বাংলাদেশ রাঙ্গুনিয়া মানবাধিকার কমিশনের যৌথ উদ্যোগে মানববন্ধন করা হয় করোনাভাইরাস-১৯ এর ২য় দফা আক্রান্ত টেকাতে এবং পথচলা জনগণের মধ্যে সচেতনতা ও মাস্ক বিতরণ করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সরফভাটা ইউনিয়ন শাখার সভাপতি মাষ্টার হারুন সিকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর পক্ষে রাঙ্গুনিয়া উপজেলা সাধারণ সম্পাদক মাষ্টার ইস্কান্দার মিয়া তালুকদার, সহ-সভাপতি মাষ্টার দাউদুল ইসলাম, হোছনাবাদ ইউনিয়ন সাঃ সম্পাদক মুহা: নিজামুল করিম, কোদালা ইউনিয়ন সভাপতি মাষ্টার মুহা: খিজির হায়াত।
আরও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এর স্কাউট দলের প্রতিনিধিগণ। বক্তারা বলেন দেশের প্রতিটি নাগরিক যদি ঘরের বাইরে যাওয়ার সময় নাকে-মুখে মাস্ক পরিধান করে, শারিরীক দূরত্ব বজায় রেখে চলাফেরা করে ও ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া অব্যাহত রাখে তাহলে বাংলাদেশ মানুষ করোনাভাইরাস আক্রান্ত হতে সুরক্ষা পাবে।ঘর থেকে বের হাওয়া আগে মাস্ক পড়ুন নিজে পড়েন ও সাথে সাথে অন্যদের সচেতন করুন।
+ There are no comments
Add yours