চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর থেকে ১০টি স্বর্ণবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল (১০ ফেব্রুয়ারি) রাতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত ফাঁড়ির বিওপি কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিনের নেতৃত্বে সীমান্ত পিলার ৯২/১০-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়া নামক এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় চোরাকারবারিদের ধাওয়া করলে তারা তিনটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে প্যাকেটে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার পরিমাণ ১ কেজি ১০০ গ্রাম।
+ There are no comments
Add yours