নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২০

Estimated read time 1 min read
Ad1

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্য হ্রাস, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ মোট ১০ দফা দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন বিএনপি। এ সময় শান্তিপূর্ণভাবে একটি মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে উঠলে পুলিশ প্রথমে বাধা দেয়। এরপর বিএনপির ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের ছোড়া গুলিতে বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, রাস্তা অবরোধ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করছিলেন। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলে তারা তা না শুনে পুলিশের ওপর চড়াও হন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours