আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
আজ (১১ ফেব্রুয়ারি) রাজধানীর পোস্তগোলায় কর্মী সমাবেশে তিনি বলেন, ‘সস্তায় এমপি, মন্ত্রী হয়ে লাভ নেই। জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি।’
উচ্চ আদালতের আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা ওঠার ছয় দিনের মাথায় প্রথমবার খোলা ময়দানে তৃণমূল কর্মীদের সামনে হাজির হন জিএম কাদের।
কথা বলেন সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ঘটনা নিয়েও। জিএম কাদের বলেন, সাগর-রুনি হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের কথা বললেও ১১ বছর পার হলেও তদন্ত শেষ হয়নি। ঘরের ভেতর খুন হয়েছে সাগর-রুনি। অথচ কাউকে গ্রেফতার করা গেলো না। ১১ বছরে কেন তদন্ত শেষ হলো না। এর পেছনে প্রভাবশালী মহল জড়িত।
+ There are no comments
Add yours