দেশে বিভিন্ন জেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় ১৫ লাখ পরিবারের মাঝে চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ (১১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলার স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, যুগ্ম সচিব মো. হেলাল হোসেন, এনডিসি মহাপরিচালক সাহান আরা বানু, অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানা।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এসব পরিবারের ৬০ লাখ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পাবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারা দেশের মানুষ এ স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবে।
জাহিদ মালেক বলেন, আমরা টেলিমেডিসিনের ব্যবস্থায় কাজ করছি। যাতে মানুষ ঘরে বসে উন্নত চিকিৎসা নিতে পারে। দিন দিন আমাদের স্বাস্থ্যসেবার মান বাড়ছে। দেশের ৮ বিভাগে বার্ন ইউনিট চালু করা হবে। এর জন্য কাজ চলছে। আমরা চেষ্টা করছি মানুষকে যেন চিকিৎসার জন্য ঢাকা দৌড়াতে না হয়।
+ There are no comments
Add yours