চট্টগ্রামে দরসুল কোরআন মাহফিলে লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপচে পড়া ভীড়

Estimated read time 1 min read
Ad1

কোরআনের খন্ডিত চর্চা ও অনুশীলনে মুসলমানদের একটি অংশ জঙ্গিবাদসহ বিবিধ গর্হিত কাজে লিপ্ত পীর আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন- মানবজাতির ইহ ও পরকালীন শান্তি এবং মুক্তির একমাত্র কার্যকর পথনির্দেশক ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন।

অথচ কোরআনের শ্বাশত মর্মবাণীর সঠিকতা নিরূপণে অনেকেরই ক্ষেত্রে দৃশ্যমান হয় ব্যর্থতা। যেজন্য মুসলিম উম্মাহ’র মধ্যে অত্যন্ত কদর্যভাবে লেগেই আছে অবাঞ্ছিত অনৈক্য-বিভক্তি ও বিভাজন।

আর ধর্মানুরাগী মানুষের একটি অংশ ক্রমাগত ভ্রষ্টতার দিকে ধাবিত হয়ে জঙ্গিবাদসহ বিভিন্ন গর্হিত কাজে লিপ্ত হচ্ছে প্রতিনিয়ত। এমনকি ইসলামে পরিপূর্ণভাবে নিষিদ্ধ এমন কতিপয় কর্মকান্ডকে পূণ্য হিসেবে মনে করছে । ফলে এসবের কারণে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ফেতনা- ফাসাদ। এক্ষেত্রে দরসুল কোরআন মাহফিল ইসলামী সংস্কৃতিতে এক অনন্য সংযোজন বলে মন্তব্য করেন।

প্রধান দরসকারী শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- কুরআন মজীদ মানব জীবনের যাবতীয় সমস্যার সমাধানে সামগ্রিক কল্যাণকর জীবন ব্যবস্থা। কুরআন মাজীদ কোনো নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, সম্প্রদায়ের জন্য অবতীর্ণ হয়নি, বরং এটা সর্বকালের সমগ্র বিশ্বমানবতার হিদায়াতের নিমিত্তে অবতীর্ণ হয়েছে। এটা চিরন্তন ও বিশ্বজনীন গ্রন্থ।

কুরআনই ইসলামী জীবন ব্যবস্থা তথা শরীআতের মূলনীতি ও অনুশাসনের উৎস। বিশ্ব ব্যবস্থায় যার ইতিবাচক কার্যকারিতা এখনও বহাল তবিয়তে রয়েছে। কোরআনের মর্মবাণীর নিরবচ্ছিন্ন প্রচারের মাধ্যমে মহানবী (দ:) তৎকালীন সবচেয়ে বর্বর আরব জনগোষ্ঠিকে পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম সুশীল জাতিতে পরিণত করতে সক্ষম হন। কোরআন এর কালোত্তীর্ণ নির্দেশনার পূর্ণাঙ্গ অনুসৃত হলেই জাতীয় জীবনে একটি সুস্থ, সুন্দর ও মানবিক মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠা অধিকতর সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

আল্লামা কাজী জসিম উদ্দিন বলেছেন- দরসুল কোরআন হচ্ছে গতানুগতিকতার বলয় বহির্ভূত পূর্ণমাত্রার শরিয়াহসম্মত এক ব্যতিক্রমী আয়োজন। যেথায় সর্বত্র বিরাজমান থাকে স্বর্গীয় আমেজ-আবহ। মানুষের মধ্যে স্খলনমুক্ত নৈতিকতা সৃষ্টি ও বিশুদ্ধ চরিত্র গঠনে এ মাহফিল কার্যকর এক প্রশিক্ষন। বহুমূখী সেবাধর্মী সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ এর উদ্যোগে অদ্য ১১ ফেব্রæয়ারী’২৩ শনিবার বিকেল ২টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত ২০ তম পবিত্র দরসুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

প্রধান দরসকারী হিসেবে উপস্থিত ছিলেন- প্রথিতযশা আলেমেদ্বীন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিষয় ভিত্তিক দরস পেশ করেন- অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, মুফতি আল্লামা আলাউদ্দিন জিহাদী, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ভিসি ড: আতিউর রহমান মিয়াজী, ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, শায়খুল হাদিস আল্লামা এনামুল হক সিকদার। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আওলাদে গাউছে মোখতার শাহজাদা আতিকুল মিল্লাত আল কুতুবী, পীরে তরিকত আল্লামা সালাহ উদ্দীন লতিফী, পীরে তরিকত আল্লামা নাজমুল হক আখন্দ,পীরে তরিকত আল্লামা মাহমুদুর রহমান তানভীর সিদ্দিকী,পীরে তরিকত মাওলানা হারুনুর রশিদ,পীরে তরিকত আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহ আলকাদেরী,পীরজাদা ছৈয়দ আসাদ উদ্দীন রিয়াদ শাহ,পীরে তরিকত আল্লামা কাজী এরশাদুল্লাহ রজায়ী, আল্লামা শাহছুফি হাফেজ আমিন, কলামিষ্ট অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী।

মাহফিল প্রস্তুতি কমিটির সচিব মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন- একেএমবির সচিব স ম হামেদ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন- প্রস্তুতি কমিটির আহ্বায়ক এইচ এম মুজিবুল হক শাকুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল্লামা হারুন মোস্তফা আল রশিদ, মাওলানা মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ আবু ওছমান, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, মুফতি মাওলানা নিজাম উদ্দীন নোমানী, আল্লামা হেলাল উদ্দীন আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা শামসুদ্দীন দোহা, মাওলানা মুজিবুল হক, মাওলানা সেলিম উদ্দীন আনোয়ারী, অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দীন তৈয়বী, আলহাজ্ব খান এ সবুর, অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, অধ্যক্ষ আল্লামা জাকের আহমদ সিদ্দিকী, মাওলানা মনির হোছাইন, মাওলানা মুহাম্মদ মুছা, মোহাম্মদ আবু ওসমান, মাওলানা ছৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, অধ্যক্ষ কাজী আবু ছালেহ, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাস্টার আনোয়ারুল আজিম, স ম শওকত আজিজ, মাওলানা মোজাম্মেল হোসাইন, কাজী আহসানুল আলম, এস এম আবু ছাদেক ছিটু, কফিল উদ্দীন রানা,খ.ম জামাল উদ্দিন, আহমদ রেজা, দেলোয়ার হোসেন ফয়সাল, এমদাদুল ইসলাম প্রমূখ।

পরিশেষে মিলাদ- কিয়ামের মাধ্যমে বিশাল মাহফিলের সমাপ্তি ঘটে। ক্যাপশনঃ ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিলের প্রধান অতিথির দরস পেশ করছেন: পীরে কামেল আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours