দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে এবং গতকাল ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার নামে জামালপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলার প্রতিবাদে জামালপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১২ ফেব্রুয়ারি ) বিকেলে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে তা গেইটপাড় জাহেদা সফির মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর সঞ্চালনায় জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজান প্রমূখ৷
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিএনপি জামাত কোনভাবেই তা মেনে নিতে পারছে না। তাই তারা ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার নামে দেশে আবারো সন্ত্রাসীর রাজনীতি শুরু করার চেষ্টা করছে। বিএনপি জামায়াত আবারও দেশে নৈরাজ্যের রাজনীতি শুরু করেছে। তাদর কাছে দেশের মানুষ নিরাপদ নয়। গতকাল পদযাত্রার নামে এই সন্ত্রাসী দল বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করে আহত করেছে। তাদের সকল অপকর্ম প্রতিহত করতে আমরা জামালপুর জেলা আওয়ামী লীগ প্রস্তুত রয়েছি।এ জেলার প্রতিটি মানুষকে আমরা নিরাপদে রাখবো।
জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, পদযাত্রার নামে বিএনপি সারা দেশের মত জামালপুরেও নৈরাজ্য শুরু করেছে। জেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা করে প্রায় ২০ জন নেতাকর্মীকে আহত করেছে। নিএনপি জামাত আন্দোলনের নামে জান-মালের কোনো ক্ষতি করলে রাজপথে এর জবাব দেওয়া হবে।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যে ঠেকাতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ এর নির্দেশে জামালপুর পৌর আওয়ামী লীগ মাঠে রয়েছে। জামালপুর পৌর আওয়ামী লীগের অন্তর্গত ১৭ টি সাংগঠনিক ওয়ার্ডে যে কোন ধরণের নৈরাজ্যের ঘটনা ঘটলে কঠিনভাবে তা প্রতিহত করবে।
এসময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ,ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours