রাজধানীর ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের কারণে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
শিক্ষার্থীদের সংঘর্ষের সময় পুলিশের মারধরের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান স্টালিনকে হেনস্তা করে পুলিশ। এসময় জামা টেনে ধরাসহ মোবাইল ফোন ও পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে ঘটনাস্থলের আশপাশে থাকা কয়েকজন তাকে উদ্ধার করেন।
এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। আজও দুই কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বেশ কয়েকজন শিক্ষার্থীকে থানায় আটক করে তাদের স্বজন ও কলেজ সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়। জানা গেছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পেলে ব্যবস্থা নেওয়া হবে, নয়তো ছেড়ে দেওয়া হবে।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার শহীদুল্লাহ বলেন, সিটি কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের ফটকে গিয়ে আইডিয়ালের শিক্ষার্থীদের উদ্দেশে ‘তোরা মুরগি’ ও ‘সাহস থাকলে বের হ’ এমন মন্তব্য করেন। এর কিছুক্ষণের মধ্যেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনাটি ঘটে।
+ There are no comments
Add yours