চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ঐক্য পরিষদের (বিএনপি-জামায়াত সমর্থিত) প্রার্থী নাজিম উদ্দিন চৌধুরী। এই প্যানেল থেকে মোট ৯টি পদের প্রার্থীরা নির্বাচিত হন।
এছাড়া সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের (আওয়ামী লীগ সমর্থিত) এএসএম বজলুর রশিদ মিন্টু জয়ী হন। প্যানেলটি থেকে মোট ১২ পদের প্রার্থীরা জয়ী হয়েছেন।
গতকাল (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা করা হয়। রাত ৩টার দিকে ফলাফল ঘোষণা হয়।
নির্বাচনে ৫ হাজার ৩০৯ জনের মধ্যে ৪ হাজার ১৪৫ আইনজীবী ভোট দিয়েছেন। নির্বাচনে ২১টি পদের বিপরীতে সমন্বয় ও ঐক্য পরিষদের মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ৪২ জন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ২ হাজার ৬৮২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মনতোষ বড়ুয়া পান ১ হাজার ৩৯৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের এ এস এম বজলুর রশিদ (মিন্টু) ২ হাজার ২৮০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মো. হাসান আলী চৌধুরী পেয়েছেন ১ হাজার ৮২৪ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রতন কুমার রায় বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। নির্বাচনে ১২টি পদে সমন্বয় পরিষদ ও ৯টি পদে ঐক্য পরিষদের প্রার্থীরা জিতেছেন।
+ There are no comments
Add yours