ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য রেজা আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলাদা আলাদা শোক বার্তায় তারা শোক ও দুঃখ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি শোক বার্তায় মরহুম রেজা আলীর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শেখ হাসিনা শোক বার্তায় বলেন, রেজা আলী ছিলেন মাটি ও মানুষের নেতা। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিষ্ঠাবান ও কর্মঠ রাজনীতিবিদকে হারালো।
প্রধানমন্ত্রীও রেজা আলীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেজা আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
২০০৮ সালের নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রেজা আলী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
+ There are no comments
Add yours