নতুন আতঙ্ক মারবার্গ ভাইরাস, ৯ জনের ‍মৃত্যু

Estimated read time 0 min read
Ad1

করোনা ও মাঙ্কিপক্সের পর এবার আতঙ্ক ছড়াচ্ছে মারবার্গ ভাইরাস। আফ্রিকার দেশ ইকুয়াটোরিয়াল গিনিতে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। এতে এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। উপসর্গসহ আরও ১৬ জনকে শনাক্ত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভাইরাসটি ইবোলার মতো মারাত্মক সংক্রামক ও প্রাণঘাতী বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই ভাইরাসের সংক্রমণের ফলে মৃত্যুর হার মারাত্মক। আর সেই কারণেই এটি নিয়ে আতঙ্ক বেশি।

দক্ষিণ ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে ১৯৬৭ সালের পর থেকে মারবার্গ ভাইরাস পাওয়া যায়। এরপর গত বছরের জুলাই মাসে আফ্রিকার ঘানায় প্রথম ভাইরাসটির সন্ধান পাওয়া যায়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গিনিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ১৬ জন নতুন করে সংক্রমিত হয়েছে।

ইবোলা ভাইরাসের মতোই এই ভাইরাস বাদুর থেকে এসেছে। যার কোনো ভ্যাকসিন বা টিকা এখনও তৈরি হয়নি। এতে মৃত্যুর হার ৮৮ শতাংশ। মারবার্গ ভাইরাস নিয়ে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা।

সংক্রমণের ২ থেকে ২১ দিনের মধ্যে যে কোনো সময়ে উপসর্গগুলি দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে: মাথাব্যথা, পেটব্যথা, পেটের মারাত্মক গণ্ডগোল, বমি, প্রচণ্ড ক্লান্তি, চোখ বসে যাওয়া ও বমির সঙ্গে রক্তপাত হতে পারে। এই রক্তপাতেই অনেকের মৃত্যু হয়।

মূলত রক্তপরীক্ষা করেই এই ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায়। এটি মারাত্মক হারে ছড়িয়ে পড়ে। তাই এটি থেকে বাঁচার জন্য খুব সাবধানে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। যারা চিকিৎসা করেন বা নমুনা সংগ্রহ করেন, তাদের বেশ ঝুঁকি থাকে।

অন্য ভাইরাসের মতোই এটিও সংক্রমিতের লালারস, থুতু, রক্ত থেকে ছড়িয়ে পড়তে পারে। এমনকি বাদুড়ের মতো প্রাণী থেকেও এই ভাইরাস ছড়াতে পারে বলে মনে করা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours