বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের ধারাবাহিকতায় রাজধানীতে আজ ১০৯ টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি।
আজ (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১২টা থেকে মিরপুর মাজার রোড এলাকায় বিচ্ছিন্নকরণ অভিযান শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।
আজকের অভিযানে ৭টি ভবন থেকে এ পর্যন্ত মোট ১০৯ টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ২৪টি সংযোগ বৈধ, বাকি সবগুলো অবৈধ লাইন। এসময় জরিমানা বাবদ ভবন থেকে মোট ১ লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়েছে।
ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন মিরপুর তিতাস জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহিদুর রহমান।
+ There are no comments
Add yours