রাঙামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটিতে সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন (রোমান) সহ নতুন করে আরো ২৬ জনের করোনা শনাক্ত ।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে অক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে মোট ৪৯৫ জন হয়েছে।
এদিকে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারে শেফালী সেন নামে এক নারী করোনা উপসর্গ নিয়ে মারা গেলে তার রিপোর্ট পজেটিভ আসায় বর্তমানে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮জন।
শুক্রবার চট্টগ্রামে ভেটেনারী এন্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে আসা ৬৩ জনের রিপোর্টের মধ্যে ২৬জনের রিপোর্ট পজেটিভ এসেছে।বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের ফোকাল পার্সন ডা.মোস্তফা কামাল জানান, আক্রান্ত ২৬ জনের মধ্যেই ২০জন রাঙ্গামাটি শহরের বাসিন্দা। অন্যান্য ৬জনের মধ্যে জুরাছড়ি থেকে ১জন,কাপ্তাই থেকে ২জন,বরকল ও রাজস্থলী উপজেলা থেকে একজন করে মোট ২৬জন জনের করোনা পজেটিভ এসেছে। যারা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তারা বেশির ভাগই সুস্থ রয়েছেন ।
তিনি আরো জানান, রাঙ্গামাটি থেকে এ পর্যন্ত মোট ২৫২৭ টি নমুনা পাঠানো হয়েছে। তাদের মধ্যে নতুন করে ২৬জন কোভিড-১৯ শনাক্ত হওয়ায় জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫জন।এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮জন।
+ There are no comments
Add yours