দেশের দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সফল হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে উপকারভোগীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, হুইলচেয়ার ও স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পীরগঞ্জে আজ রাস্তাঘাট, অবকাঠামো, শিক্ষাপ্রতিষ্ঠান, কম্পিউটার ল্যাবসহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উপজেলার ভেণ্ডাবাড়িতে একটা নারী প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ১ কোটি টাকা রবাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু করতে টেন্ডার করা হবে। এছাড়া পীরগঞ্জে একটা স্টেডিয়াম নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় প্রমুখ।
আলোচনা শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপকারভোগীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার ও স্প্রে মেশিন বিতরণ করেন। পরে তিনি মদনখালী ইউনিয়নের আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেন।
+ There are no comments
Add yours