
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শাড়ি উপহার পেলেন সিলেটের পাঁচ হাজার নারী।
আজ (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের আবুল মাল আব্দুল মোহিত ক্রীড়া কমপ্লেক্সে তাদের হাতে উপহার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। উপহার বিতরণকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আব্দুল মোমেন উপস্থিত সবাইকে প্রধানমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে স্মার্ট নগরী গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
খালেদা আক্তার নামে ষাটোর্ধ্ব এক নারী বলেন, ‘আমাদের মতো গরিবের প্রতি প্রধানমন্ত্রীর যে দরদ, তা বলার মতো না। আমরা কৃতজ্ঞ। তার মঙ্গলের জন্য আমরা দোয়া করব।’
+ There are no comments
Add yours