ছাত্র অধিকারের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের হামলা, প্রক্টরের পদত্যাগ দাবি

Estimated read time 1 min read
Ad1

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে ২৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আজ (১৭ ফেব্রুয়ারি) ঢাবি ছাত্র অধিকার পরিষদের দপ্তর সেলের সমন্বয়ক নুসরাত তাবাসসুম সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এর আগে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ হামলার ঘটনা ঘটে।

হামলার এ ঘটনায় আহত ছাত্র অধিকার সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সহ-সভাপতি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংগঠনটি।

ছাত্র অধিকার পরিষদের দেওয়া তথ্যমতে আহতদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, সহ-সভাপতি আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল্লা রহমতুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রুবেল, ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, নুসরাত তাবাসসুম, সাবেক উপ-প্রচার সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়াও ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে রয়েছেন রিফাত রাশিদ, হাসিব-আল-ইসলাম তাসলিম হোসেইন অভি, নুসরাত কেয়া, ফয়সাল রকি, আবির হোসেন সবুজ, ফয়সাল, নিরব, আবু রায়হান সোহান, রিপন হাসান, জহিরুল ইসলাম, সাব্বির হোসাইন, সম্রাট, মোসাদকেক সাদ, আবু ত্বহা, রিপন হাসান, জহিরুল ইসলাম শান্ত।

এতে আরো জানানো হয়, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে গণস্বাস্থ্য মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইউনুস, আখতার হোসেন ও বিন ইয়ামিন মোল্লার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

প্রক্টরের পদত্যাগ দাবি করে বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ব্যর্থ প্রক্টরের পদত্যাগ চায় ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনতিবিলম্বে এই হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। নতুবা এই হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours