
এক বউয়ের ৩০ বর! অবাক করা এই কান্ড ঘটেছে রাজধানীর পুরান ঢাকায়। ঘোড়ায় চেপে পালকি নিয়ে কনে আনতে গেলে নকল বরের ভিড়ে আসল বর খুঁজতে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় কনেপক্ষ।
বিয়েকে স্মরণীয় করে রাখতেই এমন ব্যতিক্রমী আয়োজন। আসল বর ওমর ফারুকের সঙ্গে একইরকম বিয়ের সাজে কনের বাড়িতে হাজির হন আরও ২৯ জন। আতশবাজি ফুটিয়ে ঘোড়ায় চেপে নাজিরা বাজার থেকে বাদশাহী ভঙ্গিতে কনে বাড়ির উদ্দেশ্যে রওনা করে বরপক্ষ।
কিন্তু কনে বাড়ির গেট ধরা তরুণীরা এমন দৃশ্য দেশে চোখ কপালে। এমন অদ্ভুত কাণ্ড দেখে সবাই হেসেই কুটিকুটি। কে আসল আর কে নকল বর তা বেছে নিতে ঘাম ছুটে যায় তাদের।
বিভ্রান্তি কাটাতে খানিক বাদে লাল শেরওয়ানি পরে আসল বরের আগমন ঘটে। গেটের আনুষ্ঠানিকতা ছাড়িয়ে প্রবেশ করে অন্দর মহলে। বন্ধুদের ইচ্ছে পূরণ আর নিজের বিয়ের আয়োজনকে স্মরণীয় করে রাখতে এমন আয়োজন বলে জানান বর ওমর ফারুক। স্বামীর এমন অদ্ভুত কাণ্ডে হতবাক কনে সুমাইয়া আক্তার রাত্রিও।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours