শেষ হলো বিপিএলের নবম আসর। আসরের শুরু থেকেই সমালোচনা অনেকটাই ঢেকে গেছে খেলোয়াড়দের পারফরম্যান্সে। যাতে খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ (১৬ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনাল ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এটি কুমিল্লার চতুর্থ শিরোপা। পুরস্কার পর্ব শেষে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমের সঙ্গে এবারের আসর নিয়ে কথা বলেন।
‘আমাদের লোকাল খেলোয়াড়দের পারফরম্যান্সে একটা টুর্নামেন্ট কত ভালো হতে পারে, কত জমজমাট হতে পারে এবং এ দেশের মানুষ তাদের এভাবে সমর্থন করতে পারে, তা এবারের বিপিএল না দেখলে জানা হতো না। এটি এবারই প্রথম দেখলাম।’
এ সময় বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা করে বিসিবি সভাপতি বলেন, ‘কারও ধারণাই ছিল না যে, শান্ত, তৌহিদ হৃদয়, জাকির, তানভীর—এরাই হবে সেরা খেলোয়াড়।’
+ There are no comments
Add yours