তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ডান-বাম নিয়ে বহুবার জোট গঠন করেছে। কিন্তু শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কাছে পরাজিত হয়েছে।
এবারে বিএনপি রাজনীতিতে যারা পরিত্যক্ত, সেই রাজনৈতিক টোকাইদের নিয়ে ৩৪ দলীয় জোট গঠন করেছে। সেই জোট নিয়ে দিনের বেলা পদযাত্রা, পদভ্রমণ আর রাতে বিদেশি কুটনৈতিকদের পদলেহন করছে।
আজ (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৪টার দিকে রংপুর মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর মহানগর আওয়ামী লীগ এই শান্তি সমাবেশের আয়োজন করে।
তিনি অভিযোগ করেন, বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের সেই শান্তি সমাবেশে হামলা করছে। বিএনপিকে বলতে চাই, আওয়ামী লীগের একটি নীতি আছে, সেটি হলো কেউ খোঁচা দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে ওঠে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁচা দেবেন না, তাহলে খবর আছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগের নেতৃত্বে নয়, নির্বাচন হবে নির্বাচন কমিশনের আন্ডারে। তাই আবোল তাবোল না বকে, নির্বাচনের প্রস্তুতি নিন।
রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক ও কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সফুরা খাতুন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম।
+ There are no comments
Add yours