রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভার হ্যাক করে জাল জন্মনিবন্ধন সনদ তৈরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।
চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম-পরিচয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।
আজ (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে তিনজন হ্যাকার রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত ৮ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের বন্দর ৩৮ নম্বর ওয়ার্ডে ৪০টি, ৯ জানুয়ারি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ১০টি এবং ২১ জানুয়ারি ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ডে ৮৪টি জাল জন্মনিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়।
+ There are no comments
Add yours