আর মাত্র কয়েক ঘণ্টা পরই একুশের প্রথম প্রহর, শুরু হবে ভাষা শহিদের প্রতি মানুষের শ্রদ্ধা নিবেদন।
আজ (২০ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছেন।
র্যাব ও পুলিশের একাধিক ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে পুরো এলাকায়। এছাড়া অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও সাদা পোশাকে নজরদারি করছেন। সোমবার র্যাবের ডগ স্কোয়াড দিয়ে শহীদ মিনার এলাকায় তল্লাশি চালানোও হয়েছে।
শহীদ মিনার প্রাঙ্গণে নিরাপত্তার দায়িত্বে থাকা এসি জুয়েল জানান, সার্বিক নিরাপত্তার প্রস্তুতি এখানে সম্পন্ন। এ মুহূর্তে আমাদের নিরাপত্তার রেগুলার অ্যাক্টিভিটিজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনসহ সর্ব সাধারণের নিরাপত্তার জন্য যাবতীয় সব প্রস্তুতি নেয়া হয়েছে।
সার্বিক বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে আমরা ১৪টি টিম গঠন করেছি।
+ There are no comments
Add yours