জামালপুরে নানা কর্মসূচিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে সোমবার দিবাগত রাতে শহরের দয়াময়ী এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে একুশের প্রথম প্রহরের অনুষ্ঠানমালা শুরু হয়।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।
একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি , সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন,জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জামালপুর প্রেসক্লাব, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযোদ্ধা’৭১, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবি সংগঠন এর নেতাকর্মীরা।
সুর্যোদয়ের সাথে সাথে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ এর নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবি সমিতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে আলাদা আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করে।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহিদ বেদীতে হাজার হাজার নারী, পুরুষ ও স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের ঢল নামে জামালপুরে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে।
মোঃ হৃদয় ইসলাম, জামালপুর প্রতিনিধি
+ There are no comments
Add yours