শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর থেকেই ফুলে ফুলে সেজেছিল শহীদ মিনার। তবে দুপুর পেরিয়ে বিকেল পেরতেই অনেককেই জুতা পায়ে দেখা গেছে শহীদ মিনারের মূল বেদীতে।
আজ (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনারে গিয়ে এমনটিই দেখা যায়। এছাড়া ভ্রাম্যমাণ দোকানে ছেয়ে গেছে পুরো শহীদ মিনার এলাকা। মিনার প্রাঙ্গণ ময়লা আবর্জনায় হয়ে গেছে পরিপূর্ণ। কারো কোনো তদারকি লক্ষ্য করা যায়নি।
দুপুর পর্যন্ত শৃঙ্খলা মেনে ফুলেল শ্রদ্ধা জানালেও বিকেল গড়াতেই শহীদ মিনারের মূল বেদীতে জুতা নিয়ে অসংখ্য মানুষ প্রবেশ করেন। তাদের মূল উদ্দেশ্য, সেলফি বা ছবি তোলা। কেউ কেউ আবার ফুল দিতেও উঠছেন জুতা নিয়ে!
হোসাইন নামে দায়িত্বরত এক পুলিশ সদস্য গণমাধ্যমকে বলেন, রাত থেকে দুপুর পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মানুষেরও বিবেক থাকা উচিত।
+ There are no comments
Add yours