নারায়ণগঞ্জের ফতুল্লায় শাকিবুল হক সজিব নামে এক কলেজছাত্রের পকেটে মাদক পুরে দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এ সময় তাদের বহনকারী গাড়িটি ভাঙচুর করা হয়।
গতকাল (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফতুল্লার পাগলার নিশ্চিন্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের সোর্স পেচা রনি পাগলা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি নিশ্চিন্তাপুর এলাকায় কমিউনিটি সেন্টার ব্যবসায়ী শাহজাহানের ছেলে কলেজছাত্র সজিবের পকেটে মাদক দিয়ে টানা-হেঁচড়া করতে থাকেন।
এ সময় একটি কালো রঙের মাইক্রোবাসে কয়েকজন সাদা পোশাকের লোক আসেন। তখন পেচা রনি ওই মাইক্রোবাসে সজিবকে ওঠানোর চেষ্টা করেন। সজিব চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে মাইক্রোবাসটি আটকে সজিবকে গাড়িতে তোলার কারণ জানতে চান। তখন মাইক্রোবাসে চড়ে আসা সাদা পোশাকধারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন।
এ সময় পুলিশের গাড়িতে সজিবকে কেন ওঠানো হলো–এলাকাবাসীর এই প্রশ্ন নিয়ে ডিবি পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয়। একপর্যায়ে উত্তেজিত এলাকাবাসী গাড়িটির চারপাশের জানালার কাচ ভাঙচুর করে তাদের মারধর করতে থাকেন। খবর পেয়ে থানা পুলিশ ও অতিরিক্ত ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শাহজাহান ও তার ছেলে সজিবকে আটক করা হয়।
+ There are no comments
Add yours