নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ফোনালাপের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশী অস্থায়ী কর্মচারী ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা।
প্রশাসন ভবনের সামনে উপাচার্যের ফাঁস হওয়া অডিও মাইকে বাজিয়ে বিক্ষোভ করেন তারা। এ ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। একইসঙ্গে কার্যালয়ের সামনে উপাচার্যকে ‘আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বরপুত্র’ উল্লেখ করে তার পদত্যাগের দাবিতে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান টিটু এবং সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেল জোদ্দারের নেতৃত্বে কার্যালয়ের সামনে উপাচার্যের অপসারণের দাবিতে অন্তত ৩০ জনকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
প্রসঙ্গত, ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে দুটি ফেসবুক আইডি থেকে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ও শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) উপাচার্যের ‘কণ্ঠসদৃশ’ পরপর পাঁচটি আলাপনের অডিও পোস্ট করা হয়। পরে ‘আল বিদা’ নামে একটি ফেসবুক আইডি থেকে অন্য আরেকটি অডিও ফাঁস হয়। অডিওগুলোতে অগ্রিম চাকরির প্রশ্নফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপাচার্যকে কথা বলতে শোনা যায়।
+ There are no comments
Add yours