মুজিবুল্লাহ আহাদ, রাঙ্গুনিয়া প্রতিনিধি
আমেরিকা প্রবাসী চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগরের মৌলাভি পাড়া ও জগ্ননাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে সাবেক অধ্যাপক ও লেখক আলহাজ্ব ড. মোঃ আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স ছিল ৭৫ বছর।
শিক্ষা মানবপ্রেম ও সমাজকর্মে জির আগ্রহী অধ্যাপক আলহাজ্ব মো:নআবুল কালাম আজাদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার অন্তর্গত মরিয়ম নগর গ্রামের জন্ম গ্রহন করেন।স্হানীয় স্কুলেসমূহের ও রাঙ্গুনিয়া কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে ইংরেজিতে বি.এ অনার্স ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে এম. এ ডিগ্রি লাভ করেন চট্টগ্রাম আইন কলেজ থেকে এল.এল. বি ডিগ্রি লাভ করেন ১৯৭৪ সালে।পরবর্তীতে ১৯৮৬ সালে নিউইয়র্কের হান্টার কলেজ থেকে দিবতীয় ভাষা হিসাবে ইংরেজি শিখানোর (TESL) উপর. এম.এ ডিগ্রি অর্জন করেন
তিনি চট্টগ্রাম কলেজসহ মহসিন কলেজ জগ্ননাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কয়েকটি কলেজ ইংরেজির শিক্ষক হিসাবে ১০ বছর কর্মরত ছিলেন।পরবর্তীতে লিবিয়া ও আমেরিকার দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেন প্রায় ৩১ বৎসর। অামেরিকার নিউইয়র্কে ১৯৯১ সালে সরকারি স্কুলে ও কলেজে সমূহের তিনি প্রথমে বাংলায় শিক্ষক্রমে চালু করেন। পরে সরকারি কলেজে ও তিনি এর ধারাবাহিকতা বাজায় রাখেন।
২০০৪ সালে নিউইয়র্কে ষ্টেট অ্যাসোসিয়েশন ফর বাইলিংগুয়েল এডুকেশন এর কার্যকারী কমিটিতে বাংলা ভাষার প্রতিনিধি হিসাবে যোগাদান করেন এবং পরবর্বীতে ডেলিগেট – এট- লার্জ হিসাবে নিবাচর্ত হন।তিনি নিউইয়র্কে ষ্টেট অ্যাডুকেশন ডিপার্টমেন্টর দ্বি- ভাষিক শিক্ষার একজন উপদেষ্টা ছিলেন।তারঁই প্রচেষ্টাই বাংলাসহ আর ও কয়েকটি ভাষার শিক্ষার সার্টিফিকেশন এর ব্যবস্থা হয়।তিনি তার জীবনে অনেক কিছু অবদান রেখেছেন। তাঁর সহধর্মিণী জাহানার ওরফে জেসমিন বরাবরই সকল সফরে সার্থী হিসাবে থেকে তাঁকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।
মরহুম অধ্যাপক আলহাজ্ব ড. মোঃ আবুল কালাম আজাদ সাংবাদিক মুজিবুল্লাহ আহাদের চাচা। মৃত্যুকালে রেখে যান তার স্ত্রী সুযোগ্য সন্তান দুই ছেলে তিন মেয়ে।
+ There are no comments
Add yours