জাতিসংঘের নিন্দা প্রস্তাবে এবারও ভোট দিল না ভারত

Estimated read time 1 min read
Ad1

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষ্যে এই যুদ্ধের নিন্দা জানিয়ে একটি শুক্রবার একটি রেজল্যুশন পাস করেছে জাতিসংঘ; এবং বরাবরের মতো এবারও সেই রেজল্যুশনে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে নিন্দাসূচক এই রেজল্যুশন উপস্থাপনের পর পরিষদের ১৪২টি সদস্যরাষ্ট্র এটির পক্ষে ভোট দেয়, ভোট দেওয়া থেকে বিরত থাকে ভারতসহ ৩২টি সদস্যরাষ্ট্র এবং রাশিয়াসহ ৭ সদস্যরাষ্ট্র রেজল্যুশনের বিপক্ষে ভোট প্রদান করে।

ভারতের ব্যতীত আরও যেসব দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো চীন, ইরান, ও দক্ষিণ আফ্রিকা। আর বিপক্ষে ভোট দেওয়া ৭ সদস্যরাষ্ট্র হলো রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, ইরিত্রিয়া, মালি ও নিকারাগুয়া।

গত এক বছরে এই যুদ্ধকে কেন্দ্র করে কয়েকবার রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবনা বা রেজল্যুশন উপস্থাপন করেছে জাতিসংঘ; কিন্তু প্রায় ভোট দেওয়া থেকে বিরত থেকেছে দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার বলে পরিচিত ভারত।

যুদ্ধ বাঁধার পর থেকে ভারত অবশ্য একবারও সরাসরি রাশিয়াকে সমর্থন করে কোনো বক্তব্য দেয়নি, বরং দেশটির প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, রাষ্ট্রদূত ও সরকারি কর্মকর্তারা কূটনৈতিক আলাপ-আলোচনা ও সংলাপের ভিত্তিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সমস্যা সমাধানের পক্ষে বলে আসছেন।

শুক্রবার নতুন নিন্দা রেজল্যুশনের ওপর যখন ভোট আহ্বান করা হয় সাধারণ পরিষদে, সে সময় জাতিসংঘে নিযুক্ত ভারতীয় প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেন, ‘কোনো (নিন্দা) প্রস্তাবনা মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান নয়।’

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours