অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ফের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এছাড়াও সোহরাওয়ার্দী হলের আটটি কক্ষ ভাঙচুর করা হয়েছে।
আজ (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সোহরাওয়ার্দী হল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনা শুনার সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি। পুলিশ সবাইকে যার যার হলে পাঠিয়ে দিয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, উপ-গ্রুপ বিজয়ের অনুসারীরা দুই ভাগে বিভক্ত। এক পক্ষ আলাওল হল ও এএফ রহমান হলে থাকে। অপরপক্ষ সোহরাওয়ার্দী হলে অবস্থান করে। গত সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতের সংঘর্ষের পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।
এ ঘটনার জেরে আজ আলাওল হল ও এএফ রহমান হলে অবস্থানরত বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হলে অবস্থানরত কর্মীদের ওপর আকস্মিক হামলা চালান। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নেতাকর্মীরা যার যার হলের দিকে ফিরে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৭টা) প্রত্যেকেই নিজ নিজ হলের সামনে সতর্ক অবস্থানে আছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
+ There are no comments
Add yours