পাঠদান পদ্ধতিকে তথ্যনির্ভর এবং আকর্ষণীয় করতে চান তালেব আলী

Estimated read time 1 min read
Ad1

চটগ্রাম মহানগরীর মুরাদপুরস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোঃ তালেব আলী।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি স্বাক্ষরিত এক আদেশে নতুন সভাপতি অনুমোদিত হয়।

উল্লেখ্য যে, উক্ত বিদ্যালয়ের সভাপতি ছিলেন প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ। এছাড়া নবগঠিত কমিটির সভাপতি জনাব তালেব আলী উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি। এ উপলক্ষ্যে আজ (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মোঃ তালেব আলী খবর বাংলাকে জানান, আমি উক্ত বিদ্যালয়ের সাবেক ছাত্র। আমাদের প্রয়াত নেতা জনাব মোছলেম উদ্দিন আহমেদের ইন্তেকালের পর এই গুরুদায়িত্ব পাওয়া আমার জন্য গৌরবের। আমি মনে করি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে উচ্চশিক্ষা অতি গুরুত্বপূর্ণ। এবং শিক্ষা কার্যক্রম আকর্ষণীয় করার মাধ্যমেই শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে আগ্রহী হবে। শিক্ষা ক্ষেত্রে অধিকাংশ পাঠদান পদ্ধতি শিক্ষককেন্দ্রিক। এ কারণেই এ শিক্ষাদান পদ্ধতিকে সনাতন নামে আখ্যায়িত করা হয়েছে। শিক্ষাদান কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপযুক্ত শ্রেণীকক্ষ এবং সেখানকার অনুকূল পরিবেশ প্রয়োজন। তাই পাঠদান পদ্ধতিকে শিক্ষার্থীর হৃদয়গ্রাহী, তথ্যনির্ভর এবং আকর্ষণীয় করে গড়ে তুলতে হলে শিক্ষককে শ্রেণী ব্যবস্থাপনার উপর জোর দিতে হবে। এ লক্ষ্যে আমি আমার উপর অর্পিত গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করবো। এছাড়া কোন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী অর্থের অভাবে পড়ালেখা করতে না পারলে তার জন্য বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours