শুকনো এ মৌসুমে কিছু অসাধু চক্র এ কাজে জড়িত- ইউএনও
সুমন পল্লব হাটহাজারী, চট্টগ্রামঃ
চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড় থেকে মাটি কেটে রাতের আধারে পাচার করার সময় মাটি ভর্তি ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(২ ডিসেম্বর)রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরকারহাট বাজার থেকে ট্রাকটি জব্দ করে উপজেলা প্রশাসনের কর্মকর্তা রুহুল আমিন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়,দীর্ঘদিন যাবৎ একটি চক্র মির্জাপুর ইউপি এলাকায় রাতে ও ভোরে অবৈধ ভাবে পাহাড় কেটে হুমকির মুখে ফেলে দিচ্ছে ও ভারসাম্য হারাচ্ছে পাহাড়ের পরিবেশ।গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পাহাড়ের মাটিসহ ট্রাক জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন খবর বাংলা’কে বলেন, অসাধু একটি মাটি খেকো চক্র রাতে পাহাড় কেটে বিভিন্ন এলাকায় মাটি পাচার করে।গোপন সংবাদ পেয়ে রাত ১১টায় অভিযান পরিচালনা করে মাটি সহ ট্রাক জব্দ করি।পাহাড় কেটে মাটি বিক্রির অপরাধে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।শুকনো এ মৌসুমে কিছু অসাধু চক্র এ কাজে জড়িত বলেও তিনি জানান।
+ There are no comments
Add yours