মৌখিক সম্মতিতে বোনের সম্পত্তি দখল করলেও জেল: ভূমিসচিব

Estimated read time 1 min read
Ad1

নতুন ভূমি আইনে শুধু মৌখিক সম্মতিতে বোনের সম্পত্তি দখল করলেও ভাইয়ের সাজার বিধান রয়েছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।

আজ (২ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে নীতি সংলাপ ‘ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান। ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম’ সভাটির আয়োজন করে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইখতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ বক্তব্য দেন।

‘উত্তরাধিকার আইনের ক্ষেত্রে নারীদের বঞ্চিত করা হয়। ভাইদেরও প্রবণতা আছে বোনদের বঞ্চিত করে জমি নিয়ে নেয়া। ইটস অ্যা ক্রাইম। কেউ যদি বলে আমার বোন মৌখিকভাবে আমাকে দিয়েছে, তাও মাফ নাই। ভাইকে জেলে ঢুকতে হবে, সাজা তাকে পেতে হবে। এটা ভূমি অপরাধ আইনে আসছে।’

নতুন আইনে নদী ভাঙনের শিকার মানুষের ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য বিশেষ বিধান রাখা হয়েছে বলে জানিয়ে সচিব বলেন, ‘সিকস্তি, পয়স্তিরে একটা চ্যাপ্টার আছে। এই আইনে নতুন কিছু বিষয় আছে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিকদের ৯৭ ধারার ব্যাপারে আমরা কাজ করছি। ১৬টা জেলার ব্যাপারে একট সার্কুলার দেব।’

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours