ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত অ্যালকোহল জাতীয় স্পিরিট পান করে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) গভীর রাতে তারা মারা যান।
নিহতরা হলেন- কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনের নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর খাঁ (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও শ্রীলক্ষী সিনেমা হলের পেছনের ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)।
এর মধ্যে জাহাঙ্গীর খাঁ নিজ বাড়িতে, বিপুল কুমার ঝিনাইদহ সদর হাসপাতালে ও রাজিব হোসেন যশোর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা খবর বাংলাকে জানান, মারা যাওয়া ব্যক্তিরা সবাই অ্যালকোহল পান করেছিল। অ্যালকোহল পানের পর তারা সবাই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। জাহাঙ্গীর খাঁ নিজ বাড়িতে, বিপুল কুমার ঝিনাইদহ সদর হাসপাতালে ও রাজিব হোসেন যশোর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
+ There are no comments
Add yours