গতকাল (৩ মার্চ) সাভারের বিভিন্ন এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিরা পরিবহন চালক হলেও তাদের মূল পেশা রাতের বেলায় ডাকাতি করা। প্রথমে বাস ডাকাতি করে চক্রের সদস্যরা। পরে রাতভর যাত্রী তুলে মারধর করে ছিনিয়ে নেয় সর্বস্ব।
আজ (৪ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিট পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিরা পরিবহন চালক হলেও তাদের মূল পেশা রাতের বেলায় ডাকাতি করা। প্রথমে বাস ডাকাতি করে চক্রের সদস্যরা। পরে রাতভর যাত্রী তুলে মারধর করে ছিনিয়ে নেয় সর্বস্ব।
গ্রেফতার ব্যক্তিরা হলো: ফখরুল কবির শান্ত (২৯), মো. মনির হোসেন (৩০), মো. ইমরান (২২), মো. মুজাহিদ ওরফে বাবু (২৮), মো. রাজিব ওরফে আসিফ (২১) ও মো. সানি (২৬)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
চক্রটির কয়েক সদস্য মাস দুয়েক আগে একই মামলায় জামিনে কারাগার থেকে বের হয়। সবার বিরুদ্ধেই রয়েছে একাধিক ডাকাতির মামলা।
+ There are no comments
Add yours