চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান ও জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ।
আজ (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ডিসি ও এসপি স্যারের নেতৃত্বে উদ্ধার অভিযান চলছে। এখনো সমাপ্ত ঘোষণা করা হয়নি।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন’ প্ল্যান্ট নামে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর উদ্ধারকাজে অংশ নেয়া স্থানীয় একজন জানান, বিস্ফোরণের পর পুরো এলাকা কেঁপে ওঠে। এসময় কারখানা থেকে লোহার টুকরোগুলো উড়ে উড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল লোহার বৃষ্টি হচ্ছে।
এদিকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখন পর্যন্ত পাঁচ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
+ There are no comments
Add yours