১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর কর্তৃক বাঙালি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বরিশালে প্রতিবাদী সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে সেক্টর কমান্ডাস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১।
গতকাল (৪ মার্চ) সন্ধ্যায় বরিশাল বধ্যভূমিতে কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন।
এতে প্রধান অতিথি ছিলেন- বরিশালি সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সেক্টর কমান্ডার্স ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১ কেন্দ্রীয় সভাপতি ও সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১-এর কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক হারুন হাবীব।
সমাবেশের শুরুতে বধ্যভূমিতে একাত্তরে শহীদদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ এবং সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে শত শত মোমবাতি প্রজ্বলন করা হয়।
+ There are no comments
Add yours