দেলেয়ার হোসাইন টিসু: উখিয়া,কক্সবাজার।
উখিয়া কলেজ মাঠ থেকে রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ১০টি বাস। ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে তাদেরকে পরিবহণ করে নিয়ে যাওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে এসব গাড়ী গুলো রোহিঙ্গা ভর্তি করে রওয়ানা দিতে দেখা গেছে।
ধারণ করা হচ্ছে প্রতিটি বাসে ৩০ থেকে ৪০ জনের মতো রোহিঙ্গা রয়েছে। তবে এখনো পর্যন্ত কতো পরিবার রোহিঙ্গা ভাসানচর যাচ্ছে তার কোন সঠিক তথ্য পরিসংখ্যান পাওয়া যায়নি।
কিন্তু পর্যায়ক্রমে লক্ষাধিক রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের৷
সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য তালিকাভুক্ত রোহিঙ্গা পরিবারকে গুলোকে গত বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোর সকাল থেকে ক্যাম্প থেকে নিয়ে এসে উখিয়া কলেজ মাঠে মজুদ করে রাখা হয়।
সেখান থেকে এই পর্যন্ত ১০টি বাস ভাসানচরে উদ্দেশ্যে রওয়ানা দিলেও আরো ২০টি অধিক বাস সেখানে রয়েছে৷ ওই বাস গুলো রোহিঙ্গা ভর্তি করে যেকোন সময় রওয়ানা দিতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
+ There are no comments
Add yours