‘সোনালি আঁশের সোনার দেশ/পাট পণ্যের বাংলাদেশ’ এ স্লোগানে গতকাল ৬ মার্চ জাতীয় পাট দিবস পালন হয়। ওই দিন রাজধানীর বিজয় সরণী মোড়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সৌজন্যে ফেস্টুন চোখে পড়ে।
তাতে পাটজাত পণ্যের সঙ্গে রয়েছে সবুজ পাতার ছবি। সেখানে খাঁজ কাটা সবুজ পাতা দেখে পথচারীদের অনেকেই এটা পাট পাতা কি-না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
জাতীয় পাট দিবসের প্রচারে একটি পাতার ছবি ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ছবিটি গাঁজা পাতার সদৃশ বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারী।
এ দাবি অস্বীকার করে মন্ত্রণালয় বলছে, ভাইরাল হওয়া ছবিটি পাটের নতুন জাত মেস্তা পাতার। বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার বলেন, এই ছবিটি পাটের নতুন জাত মেস্তা পাতার। ওই পাটের পাতাটিই এমন।
+ There are no comments
Add yours