মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছিল, কিন্তু এখন মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে ইতিবাচক সাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাতারে এলডিসি সম্মেলন চলাকালে আল জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন। তিনি দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারের ওপর বিশ্বনেতাদের চাপ বাড়ানোর তাগিদ দেন।
আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন ঘটনার সূত্রপাত্র হয় তখন অনেক রোহিঙ্গা নির্যাতন, হত্যা ও ধর্ষণের শিকার হয়েছেন। আমাদের খুব খারাপ লেগেছিল। তাই আমরা সীমান্ত খুলে দিয়ে তাদের আসতে দেই।
মানবিক দিক থেকে রোহিঙ্গাদের জন্য আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা করি। একইসঙ্গে আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা শুরু করি। তাদের বলি, রোহিঙ্গারা তোমাদের দেশের নাগরিক, তাদের ফিরিয়ে নেয়া উচিত।’
তবে দুর্ভাগ্যবশত মিয়ানমার ইতিবাচক সাড়া দিচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি রোহিঙ্গাদের নিজের বাড়ি ও দেশে ফিরে যাওয়া উচিত। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করছে আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু এটি সত্যি খুব কঠিন।’
এ সময় তিনি চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সবকিছু কঠিন করে তুলেছে জানিয়ে আন্তর্জাতিকভাবে যুদ্ধ অবস্থা থেকে পক্ষগুলোকে সরিয়ে নিয়ে আসার আহ্বান জানান।
+ There are no comments
Add yours