২২৮ জন চিকিৎসক ছাড়াই চলছে শের-ই-বাংলা মেডিকেল

বরিশাল বিভাগে সরকারি ১২৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। এসব প্রতিষ্ঠানে সবচেয়ে বড় সংকট হলো চিকিৎসকের।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে চিকিৎসক সংকটের বিষয়ে মন্ত্রণালয়ে জানালেও এর সুরহা হয়নি আজও। ফলে সেবা নিতে আসা সাধারণ রোগীদের চিকিৎসায় বিঘ্ন ঘটছে। রোগীদের অভিযোগের মূল কারণ জনবল সংকট বলে স্বীকার করেছেন সরকারি হাসপাতালের কর্মকর্তারা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসকের মোট পদ ৫২৬টি। যার বিপরীতে মাত্র ২৯৮ জন চিকিৎসক রয়েছেন। আর শূন্য পদ রয়েছে ২২৮টি।

শুধু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এমন নয়। বিভাগের ১২৫টি হাসপাতালের একই চিত্র। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, বিভাগের মোট ১২৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার ২৮১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র ৬৮৮ জন। পদ খালি ৫৯৩টি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ূন শাহীন খান বলেন, চিকিৎসক সংকটের কথা মন্ত্রণালয় অবহিত রয়েছে। বিভাগের সব স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার রয়েছে। তবে শূন্য রয়েছে কনসালট্যান্ট পদগুলো। এগুলো পূরণ হলে উপজেলায় উন্নত চিকিৎসা পাবে রোগীরা। তখন জেলার ওপরে অতিরিক্ত চাপ কমবে। শূন্য পদগুলো পূরণে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published.