
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) বার্ষিক জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ১৬টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৮১ জন অভিযুক্ত আসামি।
আজ (১১ মার্চ) পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা তথ্যটি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, পঞ্চগড়ের সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শহরে কেউ যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
জেলা শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে। গতকাল শুক্রবার শহরের গুরুত্বপূর্ণস্থান, কাদিয়ানী সম্প্রদায়ের আবাসস্থলসহ তাদের দুটি মসজিদের আশপাশে পর্যাপ্ত পুলিশ ও র্যাব সদস্যদের জোরদার টহল দিতে দেখা গেছে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও জেলাজুড়ে বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। কাদিয়ানীদের জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটনায় ১৬টি মামলায় ১০ থেকে ১১ হাজার জনকে আসামি করা হয়েছে। যা ১৪টি মামলা সদর থানায় ও দুটি বোদা থানায় হয়েছে।
এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনে চারটি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। অন্য মামলাগুলো ভুক্তভোগীরা দায়ের করেছে। পুলিশের পাশাপাশি গ্রেপ্তার অভিযান চালাচ্ছে র্যাব ও বিজিবি। এ কারণে জেলাজুড়ে এখন বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক।
গত ৩ মার্চ ঘটনার আলোকে গতকাল শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে জেলা শহরে ও কাদিয়ানী সম্প্রদায়ের আবাসস্থলের সমস্ত গুরুত্বপূর্ণ ও আহমদিয়াদের (কাদিয়ানী) দুটি মসজিদের আশেপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়।
জেলার পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম স্ব-শরীরে জেলার আইনশৃঙ্খলা ডিউটি তদারকি করেন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours