চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দুই বছর বাদে বৃহস্পতিবার (৯ মার্চ) প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন চিত্রশিল্পী ও কলাকুশলীরা।
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’ প্রদান উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এ যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।
পুরস্কার গ্রহণ শেষে সিয়াম বলেন, ‘যেহেতু জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছি তাই আব্বা আম্মাকে গর্বিত করার সুযোগ পেলাম। আরও উৎসাহিত হলাম যে আরেকটু পরিশ্রম করে কাজ করা দরকার, ঠিকঠাক কাজ করা দরকার। সবসময়ই ভালো করার চেষ্টা থাকে।
কাজের ক্ষেত্রে কোনো কমতি রাখতে চাই না। আর প্রধানমন্ত্রী আমাকে বলেছেন বারের এনরোলমেন্ট নিয়ে প্র্যাকটিস শুরু করতে। তিনি আমাকে আইনজীবী হিসেবে দেখতে চান।’ একই সঙ্গে সিয়াম অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ নিয়ে প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী।
পুরস্কার প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা পুরস্কার পেয়েছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা। এটা আমাদের স্বাধীনতার মাস। এই দেশের অভ্যুত্থানের সঙ্গে মার্চ অত্যন্ত গভীরভাবে মিশে আছে।
১৭ মার্চ জাতির পিতার জন্মদিন, ৭ মার্চ তার ঐতিহাসিক ভাষণ, ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস–এই মাসে আপনাদের সামনে আসতে পেরে আমি আনন্দিত। বঙ্গবন্ধু শুধু আমাদের স্বাধীনতা দিয়ে যাননি, আজ যে সিনেমা শিল্প গড়ে উঠেছে, এর সূচনা করেছিলেন তিনি।’