এম হেলাল উদ্দিন নিরব (পটিয়া, চট্টগ্রাম):
চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় সার্কেল খ (পটিয়া) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক জনাব হুমায়ুন করিব খন্দকার এর তত্ত্বাবধানে ও পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে কক্সবাজার হতে চট্টগ্রামে ইয়াবা পাচারকালীন সময়ে ২০০০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে গোয়েন্দা সংস্থা।
এদিকে আটককৃত আসামি মোঃলিটন মিয়া (২৬),পিতা -মোঃমাইজ উদ্দিন, মাতা- মোছাঃ সেলিনা আক্তার, সাং – উত্তর মহেশকুড়া,১১ নং খারুয়া ইউনিয়ন পরিষদ, থানা নান্দাইল, জেলা ময়মনসিংহ, সে দীর্ঘ ইয়াবা পাচার করে আসছে বলে জানা যায়।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য সূত্রে জানা যায়, চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মোজাফফরবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে মহাসড়কের উপর চট্র মেট্রো – ব- ১১-১১৫৯ মার্সা নামীয় যাত্রীবাহী বাসের এফ- ০১ সিট হতে সকাল প্রায় ০৯-০০ ঘটিকায় তল্লাশিপূর্বক আটক করে পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, আটককৃত আসামি টেকনাফ হতে ইয়াবা নিয়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় একজন মাদক ব্যবসায়ীর নিকট পাচার করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
+ There are no comments
Add yours