দিনাজপুরের স্বপ্নপুরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (১২ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (১৩ মার্চ) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মোমিনুর জামান।
তিনি জানান, রাতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গতকাল (রোববার) দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার কুশদহের স্বপ্নপুরীতে ফিল্ড ওয়ার্কে গিয়ে স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা।
পার্কে কর্মরত স্টাফরা এক নারী শিক্ষার্থীর সঙ্গে খারাপ ও অসৌজন্যমূলক আচরণ করলে তার বন্ধুরা প্রতিবাদ করেন। এসময় স্টাফরা জড়ো হয়ে লাঠিসোঁটা ও রড নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়।
এতে দুই শিক্ষকসহ অন্তত ১২ জন আহত হন। এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন আহত শিক্ষার্থীরা।
+ There are no comments
Add yours