বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ-এর ছত্রছায়ায় গড়ে উঠা নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন ওরফে চাম্পাইসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ (১৩ মার্চ) ভোরে বান্দরবান সদরের টংকাবতী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে বান্দরবান জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন- কুমিল্লার আব্দুর রহিমের ছেলে মো. দিদরি হোসেন ওরফে মাসুম চাম্পা (২৫), নারায়ণগঞ্জ সদরের মো. ইউনুস সর্দারের ছেলে আল আমিন সর্দার ওরফে আব্দুল্লাহ আবাই (২৯), ঢাকার কামরাঙ্গীর চরের মো. আবুল কালামের ছেলে সাইনুন ওরফে রায়হান হুজাইফা (২১), সিলেট বিয়ানিবাজারের কামাল আহম্মদ চৌধুরীর ছেলে তাহিয়াত চৌধুরী ওরফে পাভেল রিতেং (১৯), সিলেটের শাহপরানের আব্দুল কাদিরের ছেলে মো. লোকমান মিয়া (২৪), কুমিল্লার লাকসামের মৃত আব্দুল আজজের ছেলে মো. ইমরান হোসেন ওরফে সাইতোয়াল শান্ত (৩৫), ঝিনাইদহ কোর্টচাদ পুরের আনোয়ার হোসেনের ছেলে আমির হোসেন (২১), বরিশাল সদরের ফারুক হাওলাদারের ছেলে মো. আরিফুর রহমান ওরফে লাইলেং (২৮), ময়মনসিংহের ফুলপুরের মো. গিয়াসউদ্দিনের ছেলে শামিম মিয়া ওরফে রমজান বাকলা (২৪)।
+ There are no comments
Add yours