আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পিতা, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকালীন ভারপ্রাপ্ত সভাপতি,বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর(পিপি), চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য এডভোকেট নুরুচ্ছাফা তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ মার্চ) চট্টগ্রাম নগরীর মুরাদপুরে অবস্থিত ডাঃ শেখ শফিউল আজমের বাসভবনস্থ মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম মহানগর। সভায় সভাপতিত্ব করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ডা. শেখ শফিউল আজম।
এ সময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মোঃ মাহবুবুল আলম, চট্টগ্রাম বিভাগের প্রচার সম্পাদক ইঞ্জিঃ গোলাম সরোয়ার চৌধুরী, চট্টগ্রাম মহানগর শাখার সদস্য মোঃ রাশেদুল হাসান, এম আই রাফি প্রমুখ।
মূল বক্তব্যে ডাঃ শেখ শফিউল আজম মরহুমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বলেন, এড. নুরুচ্ছাফা তালুকদার ছিলেন একজন নিরহংকার এবং সৎ মন মানসিকতার মানুষ। তিনি বর্তমান প্রজন্মকে তাঁর আদর্শ ও গুণাবলী ধারণ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মরহুমের জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়।
স্মরণসভায় মরহুমের আত্মার শান্তির জন্য নুরুচ্ছফা তালুকদারের সহধর্মিণী অ্যাডভোকেট কামরুন্নাহার ও তাঁর সন্তান খালেদ মাহমুদ সকলের কাছে দোয়া কামনা করেন। বক্তারা নুরুচ্ছফা তালুকদারের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর আদর্শকে ধারণ করে নবীন আইনজীবীদের আইন পেশায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান।
+ There are no comments
Add yours