চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় মেয়েদের জন্য আলাদা খেলার মাঠ তৈরি করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান।
আজ (১৫ মার্চ) জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। সদর প্রশিক্ষণ কেন্দ্রের সাতটি ট্রেডের মোট ৩১২ জন নারীকে চেক ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এসময় সভাপতির বক্তব্যে ডিসি বলেন, দেশের প্রত্যেক খাতে নারীদের অবদান ঈর্ষণীয়। প্রকৃত ক্ষমতায়ন করতে হলে তাদের অর্থনৈতিক স্বাধীনতার ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে তারা সামনের দিকে সঠিকভাবে অগ্রসর হতে পারবে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
অনুষ্ঠানে তিনি বাকলিয়াতে মেয়েদের জন্য খেলার মাঠ তৈরির জন্য সংশ্লিষ্টদের খাস জমি নির্ধারণ ও দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেন।
+ There are no comments
Add yours