ছাত্রাবাসে শিক্ষার্থী নির্যাতন : ছাত্রলীগের ৭ জন বহিষ্কার

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় সাত ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

গতকাল (১৬ মার্চ) কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বহিষ্কৃতদের মধ্যে- ৫৯ তম ব্যাচের অভিজিৎ দাশকে তিন বছর এবং ৫৯ তম ব্যাচের মো. রিয়াজুল ইসলাম জয়, ৬২ তম ব্যাচের সাজু দাশ ও একই ব্যাচের সৌরভ দেব নাথকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া ৬২ তম ব্যাচের মাহিন আহমেদ, জাকির হোসেন সায়েল ও মো. ইব্রাহিম খলিল সাকিবকে দেড় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

আদেশে বলা হয়, তদন্ত কমিটির প্রতিবেদন, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জানা যায়- বহিষ্কৃতদের কারণে কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা সংঘবদ্ধভাবে কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে। ২০২১ সালের ২৯ ও ৩০ অক্টোবর তারা ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তারপরও তারা পুনরায় ৮ ফেব্রুয়ারি আবার ঘটনা করেছে। এ কারণে তাদের বহিষ্কার করা হয়।

আদেশে বহিষ্কৃত সাত শিক্ষার্থীকে কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। একইসঙ্গে সাত শিক্ষার্থীর অভিভাবককে ডেকে বিষয়টি অবহিত করার জন্য বলা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours