মোঃ সারোয়ার কর্ণফুলী প্রতিনিধি
বিশ্ব মহামারী করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব পড়েছে বিভিন্ন পেশায়।চাকরিচ্যুত হয়েছেন বিভিন্ন পেশাজীবির লোকজন। পাল্টেছে জীবিকা উপার্জনের ধরনও। কর্ণফুলী উপজেলায় করোনা প্রভাবে পেশা বদলাতে বাধ্য হয়েছেন এমন একাধিক ব্যক্তির সাথে কথা হয় খবর বাংলার ।
পেশা বদলানো সাহাবউদ্দীন নামের একজন খবর বাংলাকে জানান, পেশায় তিনি একজন ওয়েল্ডার করোনার কারণে চাকরি হারিয়ে বাইক নিয়ে রাস্তায় নেমেছেন রাস্তায় ।বাইকে যাত্রী বহন করে সংসার চালানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি । সাহাবউদ্দীনের মতো অনেকেই করোনার এই নিষ্ঠুর ছোঁবলের শিকার ।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যুবক খবর বাংলাকে জানায়,করোনার আগে তার কক্সবাজারে ট্যুরিষ্ট ব্যবসা ছিল। চলমান করোনার এই উপরিস্থিতিতে তার টুরিস্ট ব্যবসা বন্ধ হয়ে যায়। পেটের দায়ে তিনিও বাইক নিয়ে নেমে পড়েন রাস্তায়।
দিন দিন করোনা ধারণ করছে আরো ভয়ঙ্কর রুপ করোনার এই ভয়াল পরিস্থিতিকে মেনে নিয়ে অনেকেই পুরোনো পেশায় ফিরলেও হিমশিম খেতে হচ্ছে খেয় ফিরে পেতে আর কেউ কেউ বাধ্য হয়ে জীবিকা অর্জনের আশায় ছুটছে ভিন্ন পথে।
+ There are no comments
Add yours