নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ানের আজিজ পুর গ্রামের আবদুল খানের বাড়ি থেকে ফওজিয়া সুলতানা প্রিয়া (২৪)নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ।
নিহত গৃহবধূর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়ানের ০১ নং ধর্মপুর গ্রামের শরিয়ত উল্লাহ মাস্টার বাড়ির নুর আলম মিন্টুর মেয়ে ও আজিজপুর গ্রামের আবদুল খানের বাড়ির সাদ্দাম খানের স্ত্রী বলে জানা যায়।
নিহত গৃহবধূর ভাইয়ের দাবী তার বোনকে শশুড় বাড়ি লোকজন হত্যা করে, লাশ নিজের বসতঘরের সিলিংফ্যানে সঙ্গে ঝুলিয়ে রাখেছেন, অপরদিকে শশুড়ী ও দুই জাল জানায় কখন ওই গৃহবধূ আত্মহত্যা করেছে তা তারা জানতে না।
তবে এলাকার সুত্র জানায় প্রিয়ার স্বামীর সাদ্দান খান মা ভাবিদের সম্মতিতে ডিবোসী স্ত্রী রিমাকে গোপনে ফের দ্বিতীয় বিবাহ করা ও তাদের ওই সংসারে একটি বাচ্চা হওয়ার ঘটনার জানাজানি হওয়ার ওই হত্যাকান্ডটি ঘটতে পারে।