Breaking News
Primary Doctor's Society

বায়ুদূষণে ঢাকাকে ছাড়াল গাজীপুরের শ্রীপুর

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ (১৮ মার্চ) ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। চিন্তার বিষয় হলো গাজীপুরের শ্রীপুরের অবস্থা খুবই ভয়াবহ।

সকাল পৌনে ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এর সবশেষ আপডেটে দেখা যায়, ঢাকার স্কোর ১৫৮, যা অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

অন্যদিকে গাজীপুরের শ্রীপুরের বাতাসের মান ২০২, যা খুবই অস্বাস্থ্যকর। আর কুমিল্লার স্কোর ১৭৩।

এদিকে বিশ্বের সর্বোচ্চ দূষিত শহরের তালিকায় প্রথমে স্থান করে নিয়েছে ইরাকের বাগদাদ। ১৬৫ ও ১৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীনের শেনইয়াং ও মিয়ানমারের ইয়াঙ্গুন।

১০১ থেকে ২০০-র মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-র বেশি থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০-র মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

প্রসঙ্গত, কয়েক মাস ধরেই ঢাকা বাতাসে দূষিত শহরের তালিকায় রয়েছে। আজ সেই তালিকায় গাজীপুরের বাতাসের মান অস্বাস্থ্যকর বলে উঠে এসেছে।

Check Also

শেখ হা‌সিনা‌কে স্বাধীনতা দিব‌সের শুভেচ্ছা পাক প্রধানমন্ত্রীর

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ (২৫ …

Leave a Reply

Your email address will not be published.

Primary Doctor's Society
Sahifa Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.